আরও ৩ করোনা রোগী শনাক্ত

দেশে নতুন করে আরও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে মোট আট জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিন জন সুস্থ হয়ে গেছেন। বর্তমানে হাসপাতালে আছেন পাঁচ জন।
আইইডিসিআর’র সংবাদ সম্মেলন। ছবি: স্টার

দেশে নতুন করে আরও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে মোট আট জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিন জন সুস্থ হয়ে গেছেন। বর্তমানে হাসপাতালে আছেন পাঁচ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন

তিনি বলেন, ‘গতকাল নমুনা পরীক্ষার পর আরও তিন জনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সর্বমোট আট জনের ভেতরে এখন করোনার উপস্থিতি রয়েছে। নতুন তিন জন আগে যারা নিশ্চিত হয়েছিলেন তাদের মধ্যে একজনের পরিবারের সদস্য। নতুন তিন জনের মধ্যে এক জন নারী ও দুজন শিশু রয়েছে।’

মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমরা আবারও অনুরোধ করছি, যারা বাইরে থেকে আসছি, তারা যাতে পরিবারের কাছ থেকেও দূরত্ব বজায় রাখি। আমরা হোম কোয়ারেন্টিন করাটা নিশ্চিত করতে পারবো। কিন্তু, পরিবারের ক্ষেত্রে পরিবারেরও ভূমিকা নিতে হবে। যদি সেক্ষেত্রে পালন করা সম্ভব না হয়, তাহলে আমাদের প্রাতষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে।’ 

‘যে তিন জন নতুন শনাক্ত হয়েছে তাদের আমরা হাসপাতালে এনেছি। তাদের মধ্যে উপসর্গ মৃদু। তাদের শারীরিক অবস্থা ভালো। কিন্তু, তাদের কাছ থেকে যাতে ছড়িয়ে না পড়ে, তাই তাদের আমরা আইসোলেশন ও পর্যবেক্ষণে রেখেছি’, যোগ করেন তিনি।

উল্লেখ্য, কারো যদি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সরাসরি আইইডিসিআরে না গিয়ে তাদের হটলাইনে (০১৯৪৪৩৩৩২২২) ফোন করে জানাতে বলা হয়েছে। হটলাইনে যোগাযোগ করার পর আইইডিসিআর’র মেডিকেল টিম বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে।

আরও পড়ুন:

করোনা পরীক্ষায় সরাসরি আইইডিসিআরে না যাওয়ার অনুরোধ

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago