জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পরীক্ষা আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সোমবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সময়ে পরীক্ষাগুলোর সংশোধিত তারিখ ও সময় জানানো হবে।
আজ দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, করোনাভাইরাস সতর্কতায় আগামীকাল ১৭ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আরও পড়ুন:
আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
‘আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি শুধু ১০০টি করে গাছ রোপণ’
Comments