ওমানের সঙ্গে বাংলাদেশের আকাশ পথ বন্ধ হচ্ছে আজ
করোনাভাইরাস সতর্কতায় আজ সোমবার সন্ধ্যা থেকে বাংলাদেশের সঙ্গে আকাশ পথ বন্ধ করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তিনি বলেন, ‘সৌদি আরবে ওমরা হজ পালন করতে যাওয়া প্রায় ৩০০ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে আগামীকাল একটি স্পেশাল ফ্লাইট পরিচালনা করা হবে।’
সৌদি আরবের কিং ফাহাদ আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে বলেও জানান তিনি।
এর আগে, সৌদি আরব, নেপাল, ব্যাংকক, দিল্লি ও কলকাতার সঙ্গে বাংলাদেশের আকাশ পথ বন্ধ হয়ে যায়।
Comments