জবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
করোনাভাইরাসের সতর্কতায় ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার দুপুরে জবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে, বিভাগ ও প্রশাসনিক দপ্তর যথারীতি খোলা থাকবে।
Comments