কুমিরের মুখ থেকে ফিরল কিশোর

বাগেরহাটের খানজাহান আলী দিঘীতে কুমিরের সঙ্গে লড়াই করে জীবন নিয়ে ফিরেছে নবম শ্রেণির শিক্ষার্থী শেখ রাকিব (১৫)।
আহত কিশোর রাকিব। ছবি: স্টার

বাগেরহাটের খানজাহান আলী দিঘীতে কুমিরের সঙ্গে লড়াই করে জীবন নিয়ে ফিরেছে নবম শ্রেণির শিক্ষার্থী শেখ রাকিব (১৫)। 

আজ সোমবার দুপুরে খানজাহান আলী দিঘীতে গোসল করতে নামলে রাকিবের পায়ে কামড়ে ধরে একটি কুমির।

রাকিব বলেন, ‘ঘাটের সিড়িতে গোসল করছিলাম। হঠাৎ একটি কুমির আমার ডান পায়ে কামড়ে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি জীবন বাঁচাতে কুমিরের চোখ, নাক, মাথায় এলোপাতাড়ি মারতে থাকি। এক পর্যায়ে কুমির আমার পা ছেড়ে দিলে আমি উপরে উঠে আসি।’

আহত রাকিবকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহান আতিক জানান, ‘কুমিরের কামড়ে রাকিবের পায়ের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। তাকে পর্যাপ্ত চিকিৎসা দেয়া হয়েছে। সে এখন আশঙ্কামুক্ত।’

কে আলী দরগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন রনবিজয়পুর গ্রামের জাকিরের ছেলে।  

Comments