দর্শনার্থীদের জন্যে তাজমহল বন্ধ
আগ্রার তাজমহলসহ ভারতের প্রধান পর্যটনস্থলগুলো আজ মঙ্গলবার থেকে দর্শনার্থীদের জন্যে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও দক্ষিণ এশিয়ায় প্রথম ভারতে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর দেশটির সরকার এই সিদ্ধান্ত নিলো।
পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল গতরাতে টুইটারে বলেন, ‘করোনাভাইরাসের বর্তমান অবস্থার কথা মাথায় রেখে সব ঐতিহাসিক সৌধ ও জাদুঘর আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’
ঐতিহাসিক সৌধের তালিকায় আছে দিল্লির লালকেল্লা ও কুতুব মিনার এবং দিল্লি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আগ্রার ফতেহপুর সিক্রি ও তাজমহল।
এছাড়াও, গতরাতে সরকার দেশটির সব স্কুল, জিমনেসিয়াম ও সুইমিংপুল বন্ধ ঘোষণা করে।
এখন পর্যন্ত ভারতে অন্তত ১১৪ জন নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং দুই জন এই রোগে মারা গেছেন।
Comments