নির্দেশনা না মানায় আরও এক প্রবাসীকে জরিমানা
সরকারি নির্দেশনা না মানায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকা এক ইরাক প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যা ৭টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আশরাফুল আলম বলেন, ওই প্রবাসীর বাড়ি উপজেলার দরগ্রাম ইউনিয়নের মধ্যরৌহা গ্রামে। স্থানীয়দের দেওয়া অভিযোগের ভিত্তিতে তাকে জরিমানা করা হয়েছে। গত ৬ মার্চ তিনি দেশে আসেন। নির্দেশনা অনুযায়ী, তার বাড়িতে থাকার কথা। কিন্তু তিনি নির্দেশনা না মেনে বাইরে স্বাভাবিক চলাফেরা করছিলেন।
রবিবার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামে সৌদি প্রবাসী এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে আরও ৯৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ নিয়ে হোম কোয়ারেন্টিনে মোট প্রবাসীর সংখ্যা ৩৮৯ জনে দাঁড়ালো। পর্যবেক্ষণ শেষ হয়েছে ২০ জনের।
গতকাল দুপুর পর্যন্ত মানিকগঞ্জে মোট ২৫৪ জন প্রবাসী কোয়ারেন্টিনে ছিলেন। ১৪ দিন পর্যবেক্ষণ শেষে ৪২ জনকে স্বাভাবিক চলাফেরার অনুমতি দেওয়া হয়।
করোনা প্রতিরোধে মানিকগঞ্জ জেলা প্রশাসককে প্রধান ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, সরকারি নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুজনকে জরিমানা করা হযেছে।
Comments