টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও জটিলতায় অস্ট্রেলিয়া!
কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের চলমান সব ক্রিকেট ইভেন্টই বন্ধ হয়ে গেছে। স্থগিত হয়ে গেছে সব দ্বিপাক্ষিক সিরিজ। ক্রিকেটের মতো সব ধরণের খেলাধুলারই একই হাল। ভিন্ন রকমের এই পরিস্থিতিতে জট পাকিয়ে যাওয়ার শঙ্কায় সব সূচি। আগামী অক্টোবর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনি কিছু জটিলতা সামনে এসেছে আয়োজন ক্রিকেট অস্ট্রেলিয়ারও।
১৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর প্রি-কোয়ালিফাই রাউন্ড দিয়ে শুরু হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল আসরে ২৪ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-পাকিস্তান ও পার্থে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ আছে।
এই দুই মাঠে আবার অস্ট্রেলিয়ার ফুটবল লিগের খেলাও হয়ে থাকে। মুশকিলের ব্যাপার এখানেই। করোনাভাইরাসের কারণে ফুটবল লিগ বন্ধ করতে হয়েছে এএফএলকে। তাদের চিন্তা অক্টোবরে লিগের ম্যাচগুলো নিয়ে যাওয়ার।
পার্থের মাঠে দুটো ফুটবল দলের হোম গ্রাউন্ড, সিডনির মাঠও একটি ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন রবার্টস অবশ্য আশাবাদী এই সংকট কেটে যাবে সহসাই, ‘আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে সব ধরনের খেলাধুলাই আবার চালু হয়ে যাবে। এই ধরণের পরিস্থিতি মোকেবালায় আমরা কেউই বিশেষজ্ঞ না। কাজেই আমাদের আশা অক্টোবর-নভেম্বরে সময়মতই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে।’
তিনি জানান, সব নির্ধারিত সূচিতেই হচ্ছে ধরে নিয়ে কাজ এগিয়ে নিচ্ছেন তারা, ‘আমরা ১৫ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ফাইনাল ধরে এগিয়ে চলেছি। আমাদের আশা মেয়েদের মতো ছেলেদের বিশ্বকাপ ইভেন্টও সময়মতই সুন্দরভাবে হবে।’
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ মহামারির কারণে ক্রিকেট ছাড়াও শঙ্কায় আছে অলিম্পিক গেমস, উয়েফা ইউরো কাপ ফুটবল ও কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট।
Comments