ফের বর্ণবাদী আচরণের শিকার আর্চার
বার্বাডোজে জন্ম নেওয়া ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেসার জোফরা আর্চার আবারও বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন।
গেল বছর নভেম্বরে নিউজিল্যান্ড সফরে আউট হয়ে মাঠ ছাড়ার সময় গ্যালারিতে উপস্থিত এক দর্শকের কাছ থেকে বর্ণবাদী মন্তব্য শুনেছিলেন ২৪ বছর বয়সী গতিতারকা। এবারে তিনি পেয়েছেন বর্ণবাদী বার্তা।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বর্ণবাদী সেসব বার্তার কিছু স্ক্রিনশট পোস্ট করেছেন আর্চার। তার মতে, এই সমস্যাকে আরও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
বিস্ময় ও নিন্দা প্রকাশ করে আর্চার লিখেছেন, ‘আমি কখনোই বুঝি না, একজন মানুষ কীভাবে আরেকজন মানুষকে নির্দ্বিধায় এসব বলে।’
তিনি যোগ করেছেন, ‘বিষয়টির প্রতিক্রিয়া কীভাবে জানাব তা নিয়ে অনেক ভেবেছি। আশা করি, অন্য কাউকে নিয়মিতভাবে এমন কিছু যেন সামলাতে না হয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আমার মতে, এই সমস্যাটিকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।’
উল্লেখ্য, মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বর্ণবাদী আক্রমণের মুখে পড়ার পরও প্রতিবাদে সরব হয়েছিলেন আর্চার।
Comments