মৌমাছির আক্রমণে দিনাজপুরে নিহত ১, আহত ১৫
দিনাজপুরের মৌমাছির আক্রমণে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফাসিলাডাঙ্গা গ্রামে এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
নিহত আব্দুর রৌফের (৫৫) বাড়ি বিরলের রবিপুর গ্রামে।
পুলিশ জানায়, ফাসিলাডাঙ্গায় সোলায়মান আলী নামের এক লোকের মৃত্যুতে তার স্বজন ও গ্রামবাসী একত্রিত হয়েছিলেন। সেখানেই গাছের ডালে একটি মৌচাক ছিল। উড়ে আসা একটি ঘুড়ি মৌচাকে আঘাত করার পর নিচে উপস্থিত লোকজনকে আক্রমণ করে মৌমাছির ঝাঁক।
কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন জানান, আহতদের উদ্ধার করে গ্রামবাসী দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রৌফ মারা যান।
Comments