শীর্ষ খবর

নির্দেশনা উপেক্ষা করে গাজীপুরে স্কুলে অনুষ্ঠান

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও গাজীপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়ে মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান করেছে।
নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থীদের জমায়েতে বিদ্যালয়ে মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠান। ছবি: স্টার

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও গাজীপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়ে মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান করেছে।

প্রতিষ্ঠান দুটি হল গাজীপুরের বাংলাদশে ধান গবষেণা ইনস্টটিউিট (ব্রি) উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়।

অভিভাবক ও স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে সমবেত হতে শুরু করে। শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণিকক্ষে অবস্থান নিতে মাইকে ঘোষণা দেওয়া হয়।

বাংলাদশে ধান গবষেণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবীরের উপস্থিতিতে বিদ্যালয় ভবনের তিন তলায় আলোচনা সভা, কেক কাটা ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

এ সময় বেশিরভাগ শিক্ষার্থীর মুখে ভাইরাস প্রতিরোধী কোনো ব্যবস্থা ছিল না। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষার্থীদেরকে কোনো নির্দেশনাও দেওয়া হয়নি, অভিভাবকেরা জানান।

অনুষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় সকল শিক্ষার্থীরাই উপস্থিত ছিল বলে জানিয়েছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, সরকারি নির্দেশনা পাওয়ার আগেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছিল। সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান করা হয়েছে।

যোগাযোগ করা হলে গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করেনি। যাচাই করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

4h ago