ইউরোপে গাড়ি উৎপাদন স্থগিত করছে ফোক্সওয়াগেন
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপে গাড়ি উৎপাদন স্থগিত করার প্রস্তুতি নিচ্ছে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা জার্মান প্রতিষ্ঠান ফোক্সওয়াগেন। ফোক্সওয়াগেনের সঙ্গে দ্বিতীয় শীর্ষ গাড়ি তৈরিকারী টয়োটা ফ্রান্স ও পর্তুগালের দুটি প্ল্যান্টের কার্যক্রম স্থগিত করছে।
ফোক্সওয়াগেনের প্রধান নির্বাহী হারবার্ট ডায়েস আজ মঙ্গলবার সাংবাদিকদের জানান, জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশের কারখানাগুলোতে দুই সপ্তাহের জন্য উৎপাদন স্থগিত রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সপ্তাহ শেষ হওয়ার আগেই স্পেন, পর্তুগাল ও স্লোভাকিয়ায় উৎপাদন স্থগিত করা হবে। ইতালিতে ল্যাম্বোরগিনি ও ডুকাটি মোটরসাইকেল তৈরির কারখানাতেও উৎপাদন স্থগিত করা হবে।
ডায়েস জানান, বিক্রি কমে যাওয়া এবং খুচরো যন্ত্রাংশ সরবরাহে অনিশ্চয়তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
২০১৯ সালে টয়োটাকে ছাড়িয়ে এক কোটি আট লাখ গাড়ি বিক্রি করে ফোক্সওয়াগেন গ্রুপ। স্কোডা, অডি, পোরশে ও বুগাটির মতো বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি তৈরি করে ফোক্সওয়াগেন।
জার্মানির উৎপাদন খাতে শীর্ষস্থানীয় এই কোম্পানিতে ছয় লাখ ৬৮ হাজার কর্মী কাজ করেন, যাদের অধিকাংশই জার্মান।
এর আগে, গতকাল ফিয়াট, পিয়াজিও ও রেনল্ট ইউরোপে তাদের মোট ৩৫টি উৎপাদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। এই তিনটি প্রতিষ্ঠান একত্রে গত বছর মোট ১২ মিলিয়ন গাড়ি বিক্রি করে।
Comments