কুড়িগ্রাম ও লালমনিরহাটে বিদেশফেরত ২৪ জন হোম কোয়ারেন্টিনে
লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রাখা অব্যাহত রয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত মোট ২১ জনকে এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিন জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই দুবাই ও সৌদি আরব থেকে ফিরেছেন বলে জানা গেছে।
কুড়িগ্রাম ও লালমনিরহাট সিভিল সার্জন অফিস জানায়, গেল এক সপ্তাহে বিদেশফেরত ২৪ জনকে বাসায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, ‘স্বাস্থ্য বিভাগের কর্মীরা হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণ করছেন। তারা যেন বাড়ির বাইরে ঘোরাফেরা করতে না পারেন, সেজন্য কঠোর নজরদারি রয়েছে।’
বিষয়টি নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনাভাইরাস সম্পর্কে তথ্য গোপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বিদেশফেরত প্রবাসীদের বিষয়ে তথ্য প্রদান ও করোনাভাইরাস সম্পর্কে জেলাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।’
Comments