রোনালদোর জুভেন্টাস সতীর্থ মাতুইদি করোনায় আক্রান্ত

ronaldo and matuidi
ছবি: টুইটার থেকে নেওয়া

ইতালিয়ান সিরি আ’র সফলতম ক্লাব জুভেন্টাসের মিডফিল্ডার ব্লেইস মাতুইদি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তুরিনের দলটির দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তার শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ল।

সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব সতীর্থ ও ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা মাতুইদির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেছে, ‘মেডিক্যাল পরীক্ষায় ব্লেইস মাতুইদির কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।’

বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘গেল ১১ মার্চ থেকে তিনি (মাতুইদি) নিজ বাড়িতে অন্যদের থেকে আলাদা আছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে এবং তিনি একই প্রক্রিয়া (আলাদা থাকা) অনুসরণ করতে থাকবেন। তিনি ভালো আছেন এবং কোনো উপসর্গও দেখা যাচ্ছে না।’

গেল সপ্তাহে সিরি আ’র প্রথম খেলোয়াড় হিসেবে জুভ ডিফেন্ডার দানিয়েল রুগানির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ জানা যায়। এরপর থেকে দলটির সবাই কোয়ারেন্টিনে আছেন। পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো জন্মস্থান মাদেইরাতে নিজেকে আলাদা করে রেখেছেন।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে সব ধরনের খেলাধুলা স্থগিত করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ইতালিতে অবরুদ্ধ ব্যবস্থা কার্যকরের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

Comments