গত ২৪ ঘণ্টায় বিমানবন্দর থেকে ৭ জন কুয়েত মৈত্রী হাসপাতালে

ব্রিফিং করছেন এএইচএম তৌহিদ-উল-আহসান। ফাইল ছবি। (সংগৃহীত)

গত ২৪ ঘণ্টায় কয়েকটি দেশ থেকে আসা সাত জন বাংলাদেশি যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান।

আজ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় কতজন যাত্রী এসেছেন, এ প্রশ্নের জবাবে তৌহিদ-উল-আহসান বলেন, ‘গত ২-৩ দিনের গড় হিসাবে একদিনে সাত থেকে সাড়ে সাত হাজার যাত্রী আসছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বিমানবন্দরে যারা কর্মরত আছেন এবং কাস্টমস, ইমিগ্রেশন, বিমানবন্দর কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স, তাদের মধ্য থেকে উপসর্গসহ এখনও কাউকে শনাক্ত করা হয়নি। কাউকে কোথাও ডিসপোজাল দিয়ে বা হাসপাতালে পাঠানো হয়নি।’

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago