শিবচরে গণপরিবহন চলাচল সীমিত করার নির্দেশ
করোনাভাইরাসের বিস্তার রোধে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় গণপরিবহন চলাচল সীমিত করা হয়েছে।
মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শিবচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, শিবচরের ভেতরে গণপরিবহন চলাচল সীমিত করা হয়েছে।
শিবচরে প্রবাসীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় মাদারীপুর ও অন্যান্য এলাকায় যাওয়ার জন্য শিবচর এড়িয়ে মহাসড়ক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এছাড়া, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া অন্যসব দোকানপাট যেমন—ইলেকট্রনিকস, তৈরি পোশাক, প্রসাধন, আসবাবের মতো দোকানের মালিকদের সীমিতভাবে দোকান খোলা রাখার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, শিবচর লকডাউন করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ‘সরকার নির্দেশ দিলেই শিবচর লকডাউন করা হবে,’ যোগ করেন তিনি।
এর আগে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১৭ জনের মধ্যে বেশিরভাগই মাদারীপুর এলাকার বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আজ দুপুরে শিবচরের কথা উল্লেখ করে বলেছেন, পরিস্থিতির অবনতি হলে শিবচর লকডাউন করা হতে পারে।
Comments