করোনায় বিপদমুক্ত নয় কমবয়সীরাও

ছবি: রয়টার্স

অপেক্ষাকৃত কমবয়সীদের জন্য করোনাভাইরাস মারাত্মক নয় এমন একটা কথা বিশ্বব্যাপী প্রচার পেলেও, ইউরোপ ও আমেরিকার তথ্য বলছে এটা নিছকই ধারণা।

ইউরোপ ও আমেরিকায় আক্রান্তদের তথ্য বিশ্লেষণ করে ব্লুমবার্গ বলছে, বিশ থেকে চল্লিশ বছরের যুবক ও তরুণদের জন্যও ভাইরাসটি মারাত্মক আকার ধারণ করছে। এই বয়সীদের মারা যাওয়ার হার কম হলেও গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।

ইতালি এবং ফ্রান্সের তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত অনেক তরুণকেই আইসিইউ-তে নিতে হচ্ছে।

পরিসংখ্যান বিষয়ক জার্মান ওয়েবসাইট স্ট্যাটিস্টাও জানিয়েছে উদ্বেগজনক তথ্য। করোনায় ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালির আক্রান্ত প্রায় ২৮ হাজারের এক চতুর্থাংশের বয়স ১৯ থেকে ৫০। 

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন জানায়, করোনাভাইরাসে প্রথমদিকে আক্রান্ত আড়াই হাজারের মধ্যে ৭০৫ জনের বয়স ২০ থেকে ৪৪ এর মধ্যে। এদের ১৫ থেকে ২০ শতাংশকে হাসপাতালে নেওয়া হয়েছে, আইসিইউ-তে ছিলেন চার শতাংশ। তাদের কয়েকজন মারাও গেছেন।  

হোয়াইট হাউজের করোনাভাইরাস রেসপন্স কো-অর্ডিনেটর ডেবোরাহ বার্ক্স বুধবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্ম—যারা আমাদের পরবর্তী দশকগুলোতে নেতৃত্ব দেবে—এখানে তাদের মধ্যে সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়ছে।’ 

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago