শিবচরের চার এলাকা বিশেষ নজরদারিতে
মাদারীপুরের শিবচর উপজেলায় চারটি এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। ওষুধের দোকান ও জরুরি সেবা ছাড়া অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, যেহেতু শিবচর উপজেলা করোনা ঝুঁকিতে রয়েছে, তাই বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পৌর এলাকার ২ ও ৩ নম্বর ওয়ার্ড এবং পাচ্চর ও বহেরাতলা এলাকায় জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া বাকি ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন ভবনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হিসেবে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ হোম কোয়ারেন্টিনে না থাকলে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হবে।
গতকাল সন্ধ্যা ৭টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় প্রশাসন। সূত্র জানিয়েছে, শিবচর উপজেলার প্রায় পাঁচ হাজার জন বিভিন্ন দেশে রয়েছে। সম্প্রতি ছয় শতাধিক প্রবাসী শিবচরে ফিরে এসেছেন। তাদের বাড়িতে আলাদা করে থাকতে বলা হলেও অধিকাংশ প্রবাসী কোয়ারেন্টিনের নির্দেশনা মানছেন না। পরিস্থিতি সাপেক্ষে নিষেধাজ্ঞার সময় বাড়ানো হতে পারে।
মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘যেসব এলাকায় করোনা সন্দেহে কয়েকজনকে আইসোলেশনে রাখা হয়েছে, সেখানকার জনগণের গতিবিধি সীমিত করা হয়েছে।’
Comments