সবাইকে ঘরে থাকার অনুরোধ কোহলি-আনুশকার
করোনাভাইরাসে বর্তমানে স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। উৎপত্তিস্থল চীন থেকে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসের আতঙ্কে কঠিন সময় পার করছে পৃথিবীবাসী। ছোঁয়াচে হওয়ায় প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা। দক্ষিণ এশিয়ায় কোভিড-১৯ ভাইরাসের প্রভাব দিনকে দিন বাড়ছে। উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন।
নিজের অফিসিয়াল টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন আনুশকা। কোহলিও ভিডিওটি রিটুইট করেছেন। ভিডিওতে কিছু কথা বলেছেন কোহলি, আবার কিছু কথা বলেছেন আনুশকা। দুই জগতের দুই তারকা সবাইকে সতর্ক করে বলেছেন, ‘আমরা সবাই জানি, আমরা খুব কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই ভাইরাসের সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় হলো একযোগে কাজ করা। আমরা দুজন বাড়িতে অবস্থান করছি নিরাপদ থাকার জন্য এবং সবার জন্য। আপনারাও নিজ নিজ বাড়িতে অবস্থান করুন যাতে ভাইরাসটি ছড়িয়ে না যায়। বাড়িতে নিজেকে আইসোলেশনে রেখে সবাইকে নিরাপদ রাখি। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে আরও একটি বার্তা দিয়েছেন কোহলি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুর মিলিয়ে লিখেছেন, ‘কোভিড-১৯ ভাইরাসের হুমকির সঙ্গে লড়াই করতে আপনারা সতর্ক থাকুন, মনোযোগী হোন। দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের উচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির ঘোষণা করা নিয়মনীতি মেনে চলা।’ পরে হ্যাশট্যাগ দিয়ে তারকা ব্যাটসম্যান লিখেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়ছে ভারত।’
‘পাশাপাশি আমি বিশেষভাবে মনে করিয়ে দিতে চাই, আমাদের দেশের ও বিশ্বের সকল চিকিৎসকদের কথা। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তারা সবটুকু দিয়েই লড়ে যাচ্ছেন। চলুন, নিজেদের ও কাছের মানুষের যত্ন নিয়ে, স্বাস্থ্যসম্মত উপায়ে থাকার মাধ্যমে তাদেরও সাহায্য করি,’ যোগ করে আরও লিখেছেন কোহলি।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২২৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরও ২৯ জন, মারা গেছেন এক জন। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচে। করোনা ঠেকাতে আগামী রোববার থেকে ‘জনতা কারফিউ’ জারি করা হয়েছে দেশটিতে।
Comments