যুক্তরাজ্য, চীন, হংকং, ব্যাংককের সঙ্গে আকাশপথে যোগাযোগ থাকবে

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আজ শনিবার রাত ১২টা থেকে যুক্তরাজ্য, চীন, হংকং, ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আজ শনিবার রাত ১২টা থেকে যুক্তরাজ্য, চীন, হংকং, ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসান সাংবাদিকদের জানান, চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন, ক্যাথে প্যাসিফিক ও থাই এয়ারওয়েজ ছাড়া ঢাকা থেকে এই সময়ে আর কোন এয়ারল্যাইনসের ফ্লাইট পরিচালনা করা হবে না।

করোনাভাইরাসের কারণে গতকাল থাইল্যান্ডের ব্যাংককে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর আগে, গত বৃহস্পতিবার আরব আমিরাত ও সিঙ্গাপুরে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।

Comments