করোনায় ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু
নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের বাইরে তিন বাংলাদেশি মারা গেলেন। আজ শনিবার মিলান শহর থেকে এক বাংলাদেশি দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোলাম মওলা (৫০) নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালির মিলান শহরে সপরিবারে বসবাস করেছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে। কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশিসহ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন মওলা। মেডিকেল টেস্টে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়ার পর তাকে স্থানীয় নিগোয়ারদো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিলানে বর্তমানে গোলাম মওলার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে অবস্থান করছেন। তার মৃত্যুতে ইতালির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রথম এক বাংলাদশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক করোনাভাইরাসে মারা যান।
এ ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ মার্চ যুক্তরাজ্যের রয়েল লন্ডন হাসপাতালে আফরোজ মিয়া (৬৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে।
Comments