সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

করোনাভাইরাস সংক্রমণের কারণে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। শনিবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানান।
parliament_11.jpg
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণের কারণে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। শনিবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল, রোববার থেকে জাতীয় সংসদের দুইদিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত ৩ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২(১) ধারা অনুযায়ী দুইদিনের এই বিশেষ অধিবেশনের ডাক দিয়েছিলেন। দুইদিনের বিশেষ অধিবেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির ভাষণ দেওয়ার কথা ছিল।

এর আগে ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি তৎকালীন যুগোস্লাভ প্রেসিডেন্ট মার্শাল জোসিপ ব্রজ টিটো এবং ১৮ জুন ভারতের সাবেক রাষ্ট্রপতি ভিভি গিরি জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় বিদেশি অতিথিদের সফর স্থগিতের পর বিশেষ অধিবেশনও স্থগিত করা হলো।

Comments

The Daily Star  | English

Quake triggers panic, no damage reported

The magnitude 5.6 quake that struck the country in the morning triggered widespread panic, but there was no report of major casualties or damages

59m ago