ভ্রাম্যমাণ আদালত আসতেই পেঁয়াজের দাম অর্ধেক

দেশের বড় পাইকারী বাজারগুলোর একটি যাত্রাবাড়ী পাইকারী বাজারে সকালে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকায়। তবে বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত আসার পর নাটকীয়ভাবে কমতে শুরু করে পেঁয়াজের দর।
Indian onion
স্টার ফাইল ফটো

দেশের বড় পাইকারী বাজারগুলোর একটি যাত্রাবাড়ী পাইকারী বাজারে সকালে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকায়। তবে বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত আসার পর নাটকীয়ভাবে কমতে শুরু করে পেঁয়াজের দর।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ভ্রাম্যমাণ আদালত দেখা মাত্র ব্যবসায়ীরা দাম অর্ধেক কমিয়ে ৩৫-৪০ টাকায় বিক্রি শুরু করেন।

তিনি বলেন, বাজারে পেঁয়াজ ও আলুর দাম বাড়ার কোনো কারণ নেই। সাধারণত চাহিদা বাড়ার অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন, যদিও তারা এসব পণ্য মজুত করেন।

বেশি দামে পণ্য বিক্রি ও আমদানি করা মেয়াদোত্তীর্ণ মাছ মজুতের দায়ে শনিবার ৩১ পাইকারী ব্যবসায়ী ও একটি হিমাগারকে ৫০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আজ ফেসবুকে এক পোস্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এটা চিন্তা করাই কঠিন, যে পেঁয়াজ তিন দিন আগেও ২৮-৩১ টাকায় বিক্রি হতো, তা এখন ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সকালে একজন ক্রেতা হিসেবে পাইকারী বাজারে গিয়ে একই চিত্র দেখা গেছে বলেও জানান তিনি।

গত বুধবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর পর পাইকারী ও খুচরা বাজারে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়তে দেখা যায়।         

Comments