করোনাভাইরাস: ইরানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫০০
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার একশর বেশি মানুষ মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫৬ জনে। আক্রান্ত ছাড়িয়েছে ২০ হাজার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
চীনের পর সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর একটি ইরান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পর্যন্ত কোভিড-১৯ এ ১৪৩৩ জনের মৃত্যু হয়।
ইরানের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৬১০ জন।
জাহানপুর সতর্ক করেন, ইরানের নববর্ষ উপলক্ষে আগামী দুই সপ্তাহ ছুটি কাটাতে মানুষ যদি বেড়ানো বন্ধ না করে তবে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। গতকাল থেকে ইরানে নববর্ষের ছুটি শুরু হয়েছে।
তিনি বলেন, মানুষ যদি মনে করে করোনাভাইরাস প্রাদূর্ভাব শেষ হয়েছে এবং শহর ও আন্তঃনগরের মানুষজন আবারো জনসমাগমে ব্যস্ত হয়ে যায়, তাহলে এক কিংবা দুই সপ্তাহ পর এই রোগের নতুন করে বিস্তার দেখা যাবে।
শনিবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি আগামী ২-৩ সপ্তাহের জন্য করোনাভাইরাস মোকাবিলায় যাতায়াতে কড়াকড়িসহ সামাজিক দূরত্বের আহ্বান জানিয়েছেন।
অর্থনৈতিক উৎপাদন স্বাভাবিক রাখতে যা করা প্রয়োজন সবকিছুই করা হবে বলে জানিয়েছেন তিনি।
Comments