কিউবার ‘বিপ্লবী চিকিৎসকরা’ ইতালিতে

করোনাভাইরাস মহামারী মোকাবিলায় ইতালিতে একদল চিকিৎসক ও নার্স পাঠিয়েছে সমাজতান্ত্রিক দেশ কিউবা।
আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বিশ্বের অন্যতম ধনী দেশ ইতালিতে জরুরি চিকিৎসক দল পাঠাল কিউবা। করোনাভাইরাস মোকাবিলায় দেশের বাইরে পাঠানো চিকিৎসকদের মধ্যে এটি তাদের ষষ্ঠ মেডিকেল ব্রিগেড।
ইতোমধ্যে দেশটি করোনাভাইরাস মোকাবিলায় ভেনেজুয়েলা, নিকারাগুয়ার, জ্যামাইকা, সুরিনাম ও গ্রানাডায় চিকিৎসক দল পাঠিয়েছে।
গতকাল রাতে কিউবার নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ লিওনার্দো ফার্নান্দেজ রয়টার্সকে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই ভীত। কিন্তু, আমাদের দায়িত্ব হল এর বিরুদ্ধে লড়াই করা। তাই আমরা ভয়কে একপাশে রেখে লড়াই চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘সুপারহিরোদের মতো আমিও ভয় পাচ্ছি না। যদিও আমি সুপারহিরো নই, কিন্তু আমি একজন বিপ্লবী চিকিৎসক।’
ফার্নান্দেজ বলেন, এটা আমাদের অষ্টম আন্তর্জাতিক মিশন। এরমধ্যে আমাদের একটি লড়াই ছিল লাইবেরিয়ায়। সেই সময় আমরা ইবোলার বিরুদ্ধেও যুদ্ধ করে বিজয়ী হয়েছি।
Comments