শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাই হোম কোয়ারেন্টিনে

Moulavibazar_Map
ছবি: সংগৃহীত

বিদেশ থেকে ফিরে শ্বশুরবাড়িতে যাওয়ার পর সেখানেই হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এক ব্যক্তিকে। নির্দেশনা না মানায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। আজ রবিবার সকালে কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, তিনি কোয়ারেন্টিনে আছেন।

নাজরাতুন নাঈম বলেন, শুক্রবার রাত ৯টার দিকে তাকে জরিমানা করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তিনি চৌধুরীবাজারে ঘোরাফেরা করছিলেন, যে কারণে তাকে জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন তিনি। তার বাড়ি বরমচাল ইউনিয়নে। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তিনি সরকারি নির্দেশনা মানেননি। এলাকাবাসীর চাপে তিনি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে শ্বশুরবাড়িতে চলে আসেন।

হোম কোয়ারেন্টিনের নির্দেশনা না মানায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আরেক প্রবাসীকে জরিমানা করা হয়। গতকাল দিবাগত রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়রা জানান, গত ১১ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন ওই যুবক। তার বাড়ি সিরাজগঞ্জের চৌহানী উপজেলার চৌবাড়িয়া গ্রামে। সেখানে তিনি হোম কোয়ারেন্টিন না মানায় স্থানীয়রা প্রতিবাদ করেন। যে কারণে তিনি কয়েক দিন আগে কুলাউড়ায় ভাইয়ের বাড়িতে চলে আসেন। কিন্তু এখানে এসেও শহরে ঘোরাফেরা করছিলেন তিনি।

এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, হোম কোয়ারেন্টিন না মেনে প্রকাশ্যে ঘোরাফেরা করায় ওই যুবককে জরিমানা করা হয়েছে। এ বিষয়ে সবার সচেতনতা ও সহযোগিতা জরুরি।

Comments

The Daily Star  | English

BNP hails AL ban, urges speedy trials

Fakhrul seeks election roadmap, citing public frustration over the lack of democratic process

57m ago