সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোয় বায়োমেট্রিক হাজিরা স্থগিত
সরকারি সব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার কথা বিবেচনা করে বায়োমেট্রিক হাজিরা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ ররিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার কথা বিবেচনা করে বায়োমেট্রিক হাজিরা স্থগিত রাখা প্রয়োজন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বায়োমেট্রিক হাজিরা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে দুই জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ২৪ জন।
Comments