চিকিৎসক-নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহে হাইকোর্টের আদেশ
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সব হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম--পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দেয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে আদালত স্বাস্থ্য সচিবকে একটি উপদেষ্টা কমিটি গঠন করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরির আদেশ দিয়েছেন।
আজ রোববার বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত জানান, তালিকা পাওয়ার পর কর্তৃপক্ষ আগামী সাত দিনের মধ্যে এগুলো সংগ্রহ করবে এবং স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিতরণ করবে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আদালতে এ বিষয়ে নির্দেশনা চেয়ে আদালতে রিট করে।
Comments