বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে জরিমানা নয়

করোনাভাইরাসের কারণে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে জরিমানা মওকুফের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
আজ রোববার উপসচিব আইরিন পারভীনের সই করা এক চিঠিতে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাসের কারণে অনেক গ্রাহকই জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না। ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বিদ্যুৎ বিল নির্ধারিত সময়ের মধ্যে অনেক গ্রাহকই পরিশোধ করতে পারবেন না।
এই অবস্থায় এই তিন মাসের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে কোনো সারচার্জ বা মাসুল ছাড়াই নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Comments