২৫ থেকে ৩১ মার্চ বিপণি বিতান বন্ধ
দেশের সব শপিং কমপ্লেক্স ও মল আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে। বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান হেলাল উদ্দিন আজ এই কথা জানিয়েছেন।
হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, সুপার শপ, কাঁচা বাজার, ওষুধ ও মুদি দোকান এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
তিনি জানান, রাজধানীতে আড়াইশ শপিং কমপ্লেক্সসহ দেশে মোট শপিং কমপ্লেক্স রয়েছে পাঁচ হাজার ৭৫০টি। বাংলাদেশ দোকান মালিক সমিতি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারি কোনো নির্দেশনা অনুসারে এটা করা হয়নি।
Comments