৩৩০৮ মণ চাল মজুদ, দুই গুদাম সিলগালা

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে মজুদ ও অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়া শহরের এক আড়ৎ মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি, তিন হাজার ৩০৮ মণ চাল মজুদ করে রাখায় ওই ব্যবসায়ীর দুটি গুদাম সিলগালা করা হয়েছে।

আজ, রোববার বিকেলে শহরের আনন্দ বাজারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া এই অভিযান পরিচালনা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ইউএনও জানান, মেসার্স ইব্রাহীম ট্রেডার্সের মালিক মোহাম্মদ ইব্রাহীম মিয়াকে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শহরতলীর ঘাটুরা ও নাটাই গ্রামে ইব্রাহীম মিয়ার দুটি গুদামে মজুদ করে রাখা তিন হাজার ৩০৮ মণ চালের (২৬৪৭ বস্তা) কোনো সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় গুদাম দুটি সিলগালা করা হয়েছে।

জনস্বার্থে প্রশাসনের সঙ্গে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

এর আগে দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও কিশোর কুমার দাস শহরের জগৎ বাজার ও সড়ক বাজারসহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে আট ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আনন্দ বাজারের চাল ব্যবসায়ী জালাল মিয়া, জয়নাল মিয়া, সফিউল্লাহ মিয়া এবং ইব্রাহিম মিয়ার একটি সিন্ডিকেট বাজারে চালের কৃত্রিম সংকট তৈরি করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নিচ্ছিলেন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

3h ago