ঢাকা মহানগর হাসপাতালের বহির্বিভাগে করোনার চিকিৎসাসেবা
আগামীকাল সোমবার থেকে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের বর্হিবিভাগে করোনাভাইরাস রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে। মঙ্গলবার থেকে পুরান ঢাকার নয়াবাজারের এই হাসপাতালে চালু হবে ১৫০ শয্যার অন্তর্বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসান জানান, করোনাভাইরাসে আক্রান্ত কিন্তু গুরুত্বর অসুস্থ নয় এমন রোগীদের এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।
তবে এই হাসপাতালটিতে কোনো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই বলেও জানান তিনি।
এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য মিরপুর লালকুঠি হাসপাতাল, সাজেদা ফাউন্ডেশনসহ আরও চারটি হাসপাতাল প্রস্তুত করা হবে বলে জানান তিনি।
এর বাইরে করোনা আক্রান্তদের জন্য কেরাণীগঞ্জের জিঞ্জিরায় ২০ শয্যা, আমিনবাজারে ২০ শয্যা, রেলওয়ে হাসপাতালে ১০০ শয্যা ও কামরাঙ্গীরচরে ৩১ শয্যার হাসপাতাল তৈরি রাখা হয়েছে।
Comments