নিরাপত্তা সরঞ্জাম না থাকায় কর্মবিরতিতে খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) না থাকায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
আজ রোববার দুপুর আড়াইটা থেকে তারা হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী দেখা বন্ধ করে দেন। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. হাসান শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইন্টার্ন চিকিৎসকরা পিপিই দাবি করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে প্রয়োজনীয় ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কোনো ইন্টার্ন চিকিৎসক ওয়ার্ডগুলোতে চিকিৎসা দিতে যাবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
Comments