করোনাভাইরাস: আইসিসির সদর দপ্তর বন্ধ
প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে উৎকণ্ঠা-আতঙ্ক ক্রমেই বাড়ছে। ভাইরাস ছড়িয়ে পড়া এড়াতে বেশ কয়েকটি ক্রিকেট খেলুড়ে দেশের প্রধান কার্যালয় বন্ধ রয়েছে। সে পথে হাঁটল আইসিসিও। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দুবাইয়ে অবস্থিত তাদের সদর দপ্তর বন্ধ করে দিয়েছে।
আজ সোমবার ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে চলতি সপ্তাহ থেকে ঘরে বসে কাজ করার নীতি গ্রহণ করেছে আইসিসি। এর আগে বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি দেশ একই পন্থা অবলম্বন করে বোর্ডের কার্যালয় বন্ধ রেখেছে।
গেল শনিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, জরুরি প্রয়োজনে বা কোনো কাজ অফিসের বাইরে থেকে করা সম্ভব না হলেই কেবল অফিস করতে পারবেন কর্মকর্তা-কর্মচারীরা।
কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। ক্রীড়াঙ্গনের হালও একই। ক্রিকেটও তার বাইরে নয়। মাঠের ক্রিকেট বেশ কিছু দিন ধরে বন্ধ রয়েছে যা প্রভাব ফেলেছে পূর্বনির্ধারিত সূচিতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পিছিয়ে গেছে, বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে এবং আগামী ২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে কোনো ধরনের পেশাদার ক্রিকেট আয়োজন না করার সিদ্ধান্ত এসেছে। তাতে পরবর্তীতে সূচি নিয়ে জটিলতা তৈরি হওয়ার শঙ্কা থাকছে।
এইসব জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে আগামী শুক্রবার ভিডিও কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে আইসিসি। চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও প্রধান নির্বাহী মানু সাহনির নেতৃত্বে সেখানে যোগ দেবেন সংস্থাটির পরিচালনা পর্ষদের সদস্যরা।
উল্লেখ্য, নির্ধারিত সূচি অনুসারে, আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু দেশটির সরকার আসরটি কমপক্ষে ছয় মাস পেছানোর ইঙ্গিত দিয়েছে।
Comments