মৌলভীবাজারের ৫ বাসাকে ‘হোম কোয়ারেন্টিন’ ঘোষণা
করোনাভাইরাস সতর্কতায় মৌলভীবাজারের কাশীনাথ সড়কের পাঁচটি বাসাকে ‘হোম কোয়ারেন্টিন’ করে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল কাশীনাথ সড়কে যুক্তরাজ্যফেরত ষাটোর্ধ এক নারী অসুস্থ হয়ে মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দেশে আসেন ওই নারী। তিনি হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
ওই নারী যে বাসায় ছিলেন, তার পাশের আরেক বাসায় কিছুদিন আগে ইতালি থেকে ফেরত আসা এক যুবক অসুস্থ রয়েছেন।
এ অবস্থায় এম আর ভিলাসহ আশপাশের পাঁচটি ভবনকে ‘হোম কোয়ারেন্টিন’ ঘোষণা করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে জেলা পুলিশ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ, মেয়র ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম, সদর মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানসহ স্বাস্থ্য বিভাগের টিম, পুলিশ ফোর্স এবং পৌরসভার টিম রয়েছেন।
Comments