বঙ্গোপসাগরে ৫ জাহাজকে কোয়ারেন্টিনের নির্দেশ
বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে থাকা পাঁচ জাহাজকে কোয়ারেন্টিনের নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণলায়। আজ সোমবার মন্ত্রণালয়ের জরুরি বৈঠকের পর বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
ওই জাহাজগুলোতে চীন ও দক্ষিণ কোরিয়ার প্রায় ১০০ জন ক্রু ও ক্যাপ্টেন আছেন।
এছাড়া, ৭ এপ্রিল পর্যন্ত স্ক্র্যাপ জাহাজ আমদানির ওপর নিষেধাজ্ঞার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।
দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থতিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম সামশুল আরেফিন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী জাহাজভাঙ্গা শিল্পে কর্মরত প্রায় ৩৫ হাজার শ্রমিককে করোনার প্রাদুর্ভাব থেকে মুক্ত রাখতে বাংলাদেশ শিপব্রেকার্স ও রিসাইক্লাস অ্যাসোসিয়েশনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
Comments