অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল স্প্যানিশ লা লিগা

lionel messi
ছবি: এএফপি

করোনাভাইরাস হানার দেওয়ার প্রেক্ষিতে প্রথমে দুই সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছিল স্প্যানিশ লা লিগা। আগামী ৩ এপ্রিল ফের খেলা শুরুর সম্ভাবনার কথা জানিয়েছিল লিগ কর্তৃপক্ষ। কিন্তু গত কয়েক দিনে স্পেনের অবস্থার আরও অবনতি হয়েছে। তাই অনুমতিভাবেই লিওনেল মেসিদের মাঠে ফেরা স্থগিত হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা কর্তৃপক্ষ সোমবার এক যৌথ বিবৃতিতে লা লিগা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া অবধি স্পেনের পূর্ব নির্ধারিত ফুটবল সূচি স্থগিত থাকবে।

স্পেনের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (আরএফইএফ) প্রধান লুইস রুবিয়ালেস গেল সপ্তাহে লিগ বাতিলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। তবে অবস্থা যেদিকে যাচ্ছে, তাতে আশার খবর সামান্যই। এদিন তারা জানিয়েছে, স্পেনের পরিবেশ স্বাস্থ্য উপযোগী হলেই খেলা ফের চালু হবে।

কোভিড-১৯ মহামারিতে সোমবার পর্যন্ত স্পেনে ৩৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে ২ হাজার ২০৬ জন। এমন সংকটময় পরিস্থিতিতে বিশ্বের প্রায় সব দেশেই কোনো ধরনের ক্রীড়া ইভেন্ট চালু নেই।

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago