বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ভারতীয় মালবাহী ট্রেন লাইনচ্যুত
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে একটি ভারতীয় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। সকাল ১১টা থেকে ঈশ্বরদী জংশনের একটি উদ্ধারকারী ট্রেন মালবাহী ট্রেনটি উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন আমাদের পাবনা সংবাদদাতা।
পাকশীর রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, মালবাহী ট্রেনটি আজ ভোরে বেনাপোল থেকে রেলওয়ের মালামাল নিয়ে পশ্চিম জোনে পৌঁছে দিয়ে ভারতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে স্টেশনে ফরমেশনের (রুট, ইঞ্জিন ও বগি পরিবর্তনের প্রক্রিয়া) সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, মালবাহী ট্রেনটির দুটি বগি লাইনচ্যূত হয়েছে। এতে করে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিমে বিভিন্ন স্টেশনে চারটি আন্তঃনগর ট্রেনে আটকে আছে।
ট্রেনটি উদ্ধার করতে তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন নাসির উদ্দিন।
আরও পড়ুন: ২৫৭টি ট্রেন চলাচল বন্ধ
Comments