আজ থেকে রেল যোগাযোগ বন্ধ
আজ থেকে সব ট্রেন যোগাযোগ বন্ধ করা দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তবে পণ্যবাহী ট্রেন চলবে।
আজ মঙ্গলবার দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রেলমন্ত্রী বলেন, ‘আমাদের সব ট্রেনের গন্তব্য এক না। সব ট্রেন কমলাপুরে থাকে না। যে ট্রেন পঞ্চগড় থেকে ছেড়ে এসেছে সেটা পঞ্চগড়ে ফিরে যাবে। চট্টগ্রাম থেকে যে ট্রেন ছেড়ে এসেছে সেটা চট্টগ্রামে ফিরে যাবে। এই প্রক্রিয়া শেষ হতে যেটুকু সময় লাগে। নতুন করে আমরা আর কোনো ট্রেন ছাড়বো না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে।’
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫৭টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান দ্য ডেইলি স্টারকে জানান, ২৬ মার্চ ও এর পরবর্তী সময়ের আগাম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছিল।
আরও পড়ুন:
২৫৭টি ট্রেন চলাচল বন্ধ
Comments