করোনাভাইরাস

সৌদি আরবে কারফিউ অমান্য করলে ১০,০০০ রিয়াল জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত রোববার থেকে ২১ দিনের জন্য সৌদি আরবে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ দিয়েছে। কেউ এই কারফিউ অমান্য করলে জরিমানা গুনতে হবে ১০ হাজার রিয়াল (প্রায় দুই লাখ ২৩ হাজার টাকা)।
করোনা আতঙ্কে জনশূন্য সৌদি আরবের রাজধানী রিয়াদের আল-রাজি মসজিদ। ছবি: রয়টার্স

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত রোববার থেকে ২১ দিনের জন্য সৌদি আরবে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ দিয়েছে। কেউ এই কারফিউ অমান্য করলে জরিমানা গুনতে হবে ১০ হাজার রিয়াল (প্রায় দুই লাখ ২৩ হাজার টাকা)।

সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রকাশিত সংবাদ অনুযায়ী, গতকাল সোমবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় আরও বলা হয়েছে, একাধিকবার কারফিউ অমান্য করলে জরিমানার অংক দ্বিগুণ হবে এবং কারাগারেও যেতে হতে পারে।

সৌদি আররে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৫৬২ জন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সংক্রমিতদের মধ্যে ৩৩ শতাংশ পূর্বে সংক্রমিত কারও সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে আক্রান্ত হয়েছেন।

Comments