সৌদিপ্রবাসী করোনা আক্রান্ত, চিকিৎসক-স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে
কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন সৌদিফেরত এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ মঙ্গলবার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মোহাম্মদ আবদুর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শ্বাসকষ্ট নিয়ে গত ১৮ মার্চ চকরিয়া উপজেলার ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। একাধিকবার তার কাছে জানতে চাওয়া হয়— তিনি বিদেশ ভ্রমণ করেছেন কি না। প্রতিবারই তিনি তথ্য গোপন করেছেন। তার পরিবারের সদস্যরা জানান, গত ১৩ মার্চ তিনি সৌদি আরব থেকে ওমরা হজ করে দেশে ফিরেছেন। ২২ মার্চ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর ল্যাবে পাঠানো হয়। আইইডিসিআর আমাদের নিশ্চিত করেছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
শাহীন মোহাম্মদ আবদুর রহমান চৌধুরী আরও বলেন, বর্তমানে ওই রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। তাকে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড ইনফেকশনস ডিজিস-এ পাঠানোর প্রস্তুতি চলছে। ওই রোগীকে আট জন চিকিৎসক, আট জন নার্স, চার জন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কর্মী সেবা দিয়েছেন। তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
Comments