টিসিবি ও ভোক্তা অধিদপ্তরের ছুটি বাতিল

করোনাভাইরাসের কারণে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
ছবি: স্টার

করোনাভাইরাসের কারণে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে আজ মঙ্গলবার মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদূর্ভাবের সময়ে নিয়মিত নজরদারির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Deeper crisis feared as 219 factories shut

With 219 garment factories shut amid worker unrest along the industrial belts yesterday, Bangladesh’s apparel sector is feared to get into a deeper crisis if production does not resume on Saturday after the weekend.  

58m ago