সৌদি আরব ফেরত একজনের করোনাভাইরাস শনাক্ত
সৌদি আরব থেকে ওমরাহ করে ফেরা এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৩ মার্চ সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি।
গত ১৮ মার্চ শ্বাসকষ্ট নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন ৬০ বছর বয়সী ওই নারী, জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন মোহাম্মদ আবদুর রহমান চৌধুরী।
তিনি জানান, গত ২২ মার্চ ওই নারীর রক্তের নমুনা পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো হয়।
মেডিকেল রিপোর্ট পাওয়ার পর তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, আক্রান্ত ওই নারী এবং তার পরিবার সৌদি আরব থেকে ফেরার তথ্য গোপন করেছিলেন।
হাসপাতালের আট জন চিকিৎসক, আট জন নার্স, চার ওয়ার্ড সহকারী ও পরিচ্ছন্নতাকর্মীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
Comments