পশ্চিমবঙ্গ লকডাউন ৩১ মার্চ পর্যন্ত
করোনাভাইরাসের বিস্তার রুখতে পুরো পশ্চিমবঙ্গ লকডাউনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৩১ মার্চ পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া রাজ্যটির সব মানুষকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য লকডাউনের ঘোষণা অবশ্য এর আগেই দিয়েছিলেন মমতা। প্রাথমিকভাবে ২৭ মার্চ পর্যন্ত আংশিক লকডাউনের সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। আজ লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ করার কথা বলেছেন তিনি।
মমতার বরাতে ভারতের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, ‘পরিস্থিতি বিবেচনায় আজ বিকেল ৫টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন জারি করা হচ্ছে। গ্রাম, শহর সর্বত্র লকডাউন থাকবে। একটু কষ্ট করতে হবে, দুর্ভোগ হবে।’
লকডাউনের সময়টাতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ বিবেচনায় বেশ কিছু ব্যবস্থার কথা আগেই ঘোষণা করেছেন মমতা। রাজ্যে প্রায় আট কোটি মানুষকে রেশনে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
Comments