করোনাভাইরাস: প্রবীণদের সহায়তায় স্বেচ্ছাসেবী মরিনহো
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকা, যোগ দিয়েছেন লড়াইয়ে। সেই তালিকায় নাম লেখালেন দুবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী পর্তুগিজ কোচ হোসে মরিনহো।
সোমবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে বলেছে, করোনাভাইরাস সঙ্কটে ইংল্যান্ডের নর্থ লন্ডনের প্রবীণ নাগরিকদের সহায়তায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন টটেনহ্যামের বর্তমান কোচ মরিনহো।
ইংলিশ ক্লাব টটেনহ্যামের ট্রেনিং গ্রাউন্ডের কাছেই অবস্থিত এনফিল্ড নামক অঞ্চলটি। সেখানে ‘এজ ইউকে’ ও ‘লাভ ইয়োর ডোরস্টেপ’ নামক দুটি স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে ঘরে আটকে থাকা প্রবীণ বাসিন্দাদের জন্য। তারা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ডেলিভারির কাজ করছে। তাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন মরিনহো। খাবার পার্সেল ও অন্যান্য পণ্য প্রস্তুতের কাজে সহায়তা করেছেন তিনি।
‘লাভ ইয়োর ডোরস্টেপ’ সংগঠনের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে মরিনহো বলেছেন, ‘আমি এখানে এসেছি ‘এজ ইউকে’ এনফিল্ড ও ‘লাভ ইয়োর ডোরস্টেপ’ এনফিল্ডকে সাহায্য করতে। অবশ্যই আপনিও খাদ্য, অর্থ দিয়ে অথবা স্বেচ্ছাসেবী হিসেবে সহায়তা করতে পারেন।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার রাতেই যুক্তরাজ্যে তিন সপ্তাহের জন্য সবাইকে ঘরে থাকার আদেশ জারি করেছেন। তবে প্রবীণদেরকে ১২ সপ্তাহ হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments