বাসায় গিয়ে রিচার্জ করে দেওয়া হবে বিদ্যুতের প্রি-পেইড মিটার: ডিপিডিসি

করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)-র পয়েন্ট অব সেলস এজেন্টের দোকান বন্ধ থাকলে, এজেন্টরা গ্রাহকদের বাসায় গিয়ে বিদ্যুতের প্রি-পেইড মিটার রিচার্জ করে দিয়ে আসবেন।

ডিপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। এ বিষয়ে এজেন্টদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

গ্রাহকরা প্রয়োজনে ডিপিডিসির ওয়েবসাইটে গিয়ে নিকটস্থ এজেন্টদের তালিকা ও মোবাইল নম্বর পেতে পারেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago