বান্দরবানের ৩ উপজেলা লকডাউন

বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আজ মঙ্গলবার রাত ৮টায় লকডাউন করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন এই লকডাউনের ঘোষণা দেন।

বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আজ মঙ্গলবার রাত ৮টায় লকডাউন করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন এই লকডাউনের ঘোষণা দেন।

তিনি বলেন, কক্সবাজারে আজ একজন করোনারোগী শনাক্ত হওয়ায়, বান্দরবানের তিনটি উপজেলা লক ডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।

কক্সবাজারের রামু ও চকরিয়ার সঙ্গে লামার সংযোগ সড়ক থাকায় সেখান দিয়ে বান্দরবানে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা রয়েছে।

লামার লকডাউনের চিঠিতে বলা হয়, আজ রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলাকে লকডাউন করে দেওয়া হলো।

এডিসি শামীম জানান, লকডাউন চলাকালীন খাবার বা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাওয়া ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।

তিনি আরো বলেন, বাইরে থেকে কাউকে বান্দরবানে প্রবেশ করতে দেওয়া হবে না।

এ প্রসঙ্গে বান্দরবান পুলিশ সুপার জারিন আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কক্সবাজারে করোনা রোগী শনাক্ত হওয়ায়, জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে। তবে, এটি পুরোপুরি লকডাউন না, বলেন তিনি।

Comments