রাশিয়ার পূর্বাঞ্চলে ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ার পূর্বাঞ্চলে কুরিল দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের ফলে সেখানে সুনামি সতর্কতা ঘোষণা করা হয়েছে।
ছবি: সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলে কুরিল দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের ফলে সেখানে সুনামি সতর্কতা ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি।

ইউএসজিএস জানিয়েছে সেভেরোর দক্ষিণ দক্ষিণ-পূর্বে ২১৯ কিলোমিটার দূরে ও ৫৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়।

দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ১ হাজার কিলোমিটারের মধ্যে সুনামির আশঙ্কা করা হচ্ছে।

ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার বিপদের মাত্রা পর্যালোচনা করছে বলেও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে।

Comments