করোনাভাইরাস

আজ রাত ১২টার পর থেকে লকডাউন হচ্ছে ফেনী

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আজ বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে ফেনী জেলাকে লকডাউন করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
Feni-1.jpg
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আজ বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে ফেনী জেলাকে লকডাউন করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ রাত ১২টার পর থেকে ফেনী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। রাত ১২টার পর থেকে সড়কে কোন ধরনের যানবাহন চলাচল করবে না।’

সকালে অত্যন্ত সীমিত পরিসরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া সকাল থেকে জেলার কোথাও কোন দোকানপাট খুলবে না, গাড়ি চলবে না, রাস্তায় লোকজনের চলাফেরা বন্ধ থাকবে। ব্যতিক্রম হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফেনী পৌরসভার পক্ষ থেকে শহরে মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসক জানান, লকডাউন চলাকালে আবাসিক হোটেল, খাবার হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, মুদি দোকান, খাবারের দোকান ও কাঁচাবাজার সীমিত আকারে খোলা থাকবে।

Comments