ঝুঁকির পরও শাহবাগে বিএনপি নেতা-কর্মীদের জমায়েত

খালেদার জিয়ার মুক্তির মুহূর্তে দলের নেতা-কর্মীদের সমবেত না হওয়ার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা থাকার পরও শাহবাগে ভিড় জমিয়েছেন দলটির সহস্রাধিক নেতা-কর্মী। করোনাভাইরাসের ঝুঁকি বিবেচনায় এই নির্দেশনা দিয়েছিল দলটি।
বিএসএমএমইউ থেকে বের হওয়ার পর খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে বিএনপির নেতা-কর্মীদের ভিড়। ছবি: পলাশ খান

খালেদার জিয়ার মুক্তির মুহূর্তে দলের নেতা-কর্মীদের সমবেত না হওয়ার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা থাকার পরও শাহবাগে ভিড় জমিয়েছেন দলটির সহস্রাধিক নেতা-কর্মী। করোনাভাইরাসের ঝুঁকি বিবেচনায় এই নির্দেশনা দিয়েছিল দলটি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল থেকেই একাধিকবার নেতা-কর্মীদের জমায়েত না করার নির্দেশ দিয়েছিলেন। গুলশানে সংবাদ সম্মেলনেও নেতা-কর্মীদের আবেগ সম্বরণ করার কথা বলেছিলেন। এর পরও আজ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত এড়ানো যায়নি।

দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া ২৫ মাস কারাভোগের পর আজ বিকেলে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পেয়েছেন। শর্তে বলা হয়েছে, এই সময়ের মধ্যে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না।

গত এক বছরেরও বেশি সময় ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন।

গতকাল খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। আইনমন্ত্রী জানান, মানবিক কারণ ও বয়স বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Comments

The Daily Star  | English

3 Bangladeshis killed in Malaysia building collapse; 4 still missing

Rescuers are still searching for four missing workers believed to be pinned under the rubble where a building under construction had collapsed at about 9:45pm (local time)

1h ago